ঢাকাThursday, 03 April 2025, 20 Choitro 1431

৯ রানে ১০ উইকেট!

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ১৯ নভেম্বর ২০১৬ , ০৬:৫০ পিএম


loading/img

৯ রানে ১০ উইকেট নিয়ে অনন্য কীর্তি গড়লেন ভারতীয় কিশোর দেব প্যাটেল। শুক্রবার মুম্বাই স্কুল ক্রিকেট টুর্নামেন্টে সচিবালয় গ্রাউন্ডে রাজহংশ বিদ্যালয়ের বিপক্ষে জাম্নাবাঈ নার্সি হাইস্কুলের হয়ে এ রেকর্ড গড়ে সে।

বিজ্ঞাপন

এদিন প্রথমে ব্যাট করে ৩৬.১ ওভারে ১১২ রানে অলআউট হয় জাম্নাবাঈ নার্সি হাইস্কুল। জবাবে ব্যাট করতে নেমে দেব তাণ্ডবে মাত্র ২৯ রানে অলআউট হয় রাজহংশ বিদ্যালয়। এতে ৮৩ রানে জয় পায় এ অফস্পিনারের দল।

৪র্থ ভারতীয় বোলার হিসেবে এ রেকর্ড গড়লেন দেব। তার আগে কিংবদন্তি লেগ স্পিনার ও বতর্মান জাতীয় দলের কোচ অনিল কুম্বলে ১০ উইকেট নেয়ার গৌরব অর্জন করেন। ১৯৯৯ সালে দিল্লিতে পাকিস্তানের ১০ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান তিনি। অবশ্য ওই ম্যাচে ৭৪ রান দেন কুম্বলে।

বিজ্ঞাপন

কুম্বলেরও আগে ১৯৪৫ সালে প্রথম ভারতীয় বোলার হিসেবে ১০ উইকেট নেন সুভাস গুপ্ত। প্রেসিডেন্ট একাদশ ও সম্মিলিত একাদশের ম্যাচে ৭৮ রানে ১০ উইকেট নেন তিনি। এরপর ১৯৮৬ সালে ৭৮ রানে ১০ উইকেট নেন প্রদীপ সুন্দরম।

পরিসংখ্যান বলছে, দেব প্যাটেলের আগে এতো কম রানে কারো ১০ উইকেট নেয়ার কৃতিত্ব নেই। ১৯৩২ সালে লর্ডসে ইয়র্কশায়ার ও ইয়র্কশায়ারের ম্যাচে ১০ রানে ১০ উইকেট নেন সাবেক ইংলিশ পেসার হেডলি ভিরিটি।এতদিন এটিই ছিল সবচেয়ে কম রানে ১০ উইকেট নেয়ার রেকর্ড।

ইংলিশ কাউন্টিতে ১০ উইকেট নেয়ার প্রথম রেকর্ডটি অবশ্য জন উইজডেনের। ১৮৫০ সালে উত্তর ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ ইংল্যান্ডের হয়ে ১৮ রানে ১০ উইকেট নেন তিনি। তার নামানুসারেই 'উইজডেন বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার’ চালু হয়।

বিজ্ঞাপন

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |